খোকসায় স্কুল মার্কেটে আগুন, পুড়ল ৫টি দোকান

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Jul 4, 2025 - 20:39
 0  4
খোকসায় স্কুল মার্কেটে আগুন, পুড়ল ৫টি দোকান
খোকসায় স্কুল মার্কেটে আগুন, পুড়ল ৫টি দোকান

কুষ্টিয়ার খোকসা পৌর শহরের জানিপুর বাজার এলাকার স্কুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি দোকান। আগুনের সূত্রপাত হয়েছে সিসি ক্যামেরার চার্জার থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ব্যবসায়ী ও পথচারীরা হঠাৎ টেলিভিশন বিক্রয়কেন্দ্র থেকে ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখে দ্রুত ব্যবসায়ীদের খবর দেন এবং ফায়ার সার্ভিসে ফোন করেন। খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে সিদ্দিকুর রহমানের টেলিভিশনের শোরুম, দুটি ফার্মেসি এবং দুটি খেলাঘরের মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি হতে পারে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

টেলিভিশন শোরুমের মালিক সিদ্দিকুর রহমান বলেন, “রাতে নিজে দোকানের মেইন সুইচ বন্ধ করে গেছি। আমার ধারণা, সিসি ক্যামেরার চার্জার থেকেই আগুনের সূত্রপাত।”

স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী মিঠু বলেন, “বাজারে ঢুকেই ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসে খবর দেই। সবাই মিলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করি।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খোকসা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

খোকসা ফায়ার সার্ভিস অফিসার হাবিবুর রহমান জানান, “প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সঠিক উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনে বাঁচলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন বাকি দোকান মালিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow