নতুন ঠিকানায় পাখিদের নিবিড় সংসার

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
May 14, 2025 - 15:17
 0  5
নতুন ঠিকানায় পাখিদের নিবিড় সংসার

কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নের সেন বাড়ী এলাকায় ফুল গাছের ডালে ঝুলছে পাখিদের মনের মাধুরী দিয়ে তৈরি করা এক অনন্য বাসা। খড়কুটো জোগাড় করে, নিখুঁতভাবে ঠোঁটের নিপুণতায় বোনা এই বাসাটি প্রকৃতির অপূর্ব শিল্পকর্মের মতোই নজর কেড়েছে।

ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহের ক্যামেরায় ধরা পড়েছে পাখিদের এই নিবিড় সংসার। ছবিটিতে দেখা যায়, ফুল গাছের ডাল বেয়ে ঝুলছে বাসাটি। খড়কুটো আর পাতা দিয়ে গড়ে তোলা এই বাসাটি তৈরি করতে পাখিদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনই পাখিরা নিজেদের ঠোঁটে করে খড়কুটো নিয়ে এসে বাসাটির গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রথমে গাছের ডালে নির্দিষ্ট স্থান নির্বাচন করে তারা। এরপর খড়, পাতা ও ছোট ছোট ডালপালা সংগ্রহ করে ঠোঁট দিয়ে একত্রিত করে বুনে বাসাটি তৈরি করে।

বাসাটি তৈরি করতে পাখিরা কেবল তাদের ঠোঁট ও পায়ের ব্যবহার করেছে। একের পর এক খড়কুটো এনে, সযত্নে তা বসিয়ে তৈরি করেছে এই শৈল্পিক বাসা। এটি শুধু পাখিদের জন্য নয়, মানুষের জন্যও এক বিস্ময়কর শিক্ষণীয় উদাহরণ।

বাসাটি দেখতে প্রতিদিনই স্থানীয় লোকজন ভিড় জমাচ্ছেন। কেউ কেউ মোবাইল ক্যামেরায় ছবি তুলছেন, কেউবা অবাক হয়ে দেখছেন পাখিদের এই শিল্পকর্ম।

বিশেষজ্ঞরা বলছেন, এমন দৃশ্য আমাদের প্রকৃতির প্রতি আরও যত্নশীল হতে উদ্বুদ্ধ করে। গাছ কাটাসহ যেকোনো পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার এখনই সময়। কারণ পাখিদের এই বাসা কেবল তাদের থাকার স্থান নয়, বরং এটি আমাদের প্রকৃতির অপূর্ব শৈলী ও সৌন্দর্যের প্রতীক।

প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, মনের মাধুরী দিয়ে তৈরি করা যেকোনো কিছুই সুন্দর। আর এই সৌন্দর্যকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow