মহম্মদপুরে বৃষ্টিভেজা জনসংযোগ ও মিছিল, ধানের শীষের পক্ষে শ্লোগানে মুখর নেতাকর্মীরা

বৃষ্টিকে উপেক্ষা করে মাগুরার মহম্মদপুরে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনসংযোগ ও মিছিল করেছেন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে মহম্মদপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব বিশ্বাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম রানু প্রমুখ।
জনসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তব্যে মিথুন রায় চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। ষড়যন্ত্র চলছে, তাই এখনই মাঠে নামতে হবে। গণতন্ত্র রক্ষায় এবং জনগণের সরকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতেই হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের পথে, জনগণের পাশে আমরা একতাবদ্ধ। ধানের শীষের পক্ষে সবাইকে সংগঠিত হতে হবে।”
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বৃষ্টি ভিজে মহম্মদপুর বাজার এলাকায় একটি মিছিল বের করেন, যেখানে ধানের শীষের পক্ষে নানা শ্লোগান দেন তারা।
What's Your Reaction?






