আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 4, 2025 - 20:25
 0  3
আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি সিসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়া (৪১), সান বেনহুয়া (৬৩) এবং বাংলাদেশের মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাকিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাকিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে সিসা গলানোর কারখানা চালানো হচ্ছিল। ওই কারখানা থেকে সিসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সিসা গলানোর ফলে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই অভিযান পরিচালনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow