বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

ফলমারীতে এক চা বিক্রেতার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। বিচার না পেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জয়ন্ত বিশ্বাস।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামে। অভিযোগে জানা যায়, জগেশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস ও তার স্ত্রীর একটি চা ও মুদি দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন যুবক ওই দোকানে এসে নানা অজুহাতে সময় কাটায় এবং জয়ন্তের অনুপস্থিতিতে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তেতুলিয়া গ্রামের হোচেন শিকদারের ছেলে রেজাউল শিকদার, কদমী গ্রামের পলাশ মোল্যা, আবু সাঈদ মোল্যা, মিরাজুল মৃধা, হাবিব মোল্যাসহ কয়েকজন যুবক নানা সময় ভয়ভীতি ও উত্যক্ত করতে থাকে। ঘটনার রাতে দোকানের দরজায় ধাক্কাধাক্কির একপর্যায়ে জয়ন্তকে মারধর করে হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করা হয়। এ সময় তার স্ত্রীকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন,
"আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে ওরা আমাকে জোর করে বাইরে নিতে চায়। শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ওরা আমাদের ঘরে তালা মেরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে চলে যায়।"
জয়ন্ত বিশ্বাস জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি ও তার স্ত্রীর উপর কুনজর দিয়ে আসছিল। এর আগেও বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হয়। সর্বশেষ শ্লীলতাহানির ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি বলেন, "আমি বিচার চাই। যদি ন্যায্য বিচার না পাই, তাহলে আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মহত্যা করবো।"
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
What's Your Reaction?






