পিরোজপুরের নেছারাবাদে সবজি ব্যবসায়ীদের জন্য নতুন টলশেড উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 24, 2025 - 17:15
 0  2
পিরোজপুরের নেছারাবাদে সবজি ব্যবসায়ীদের জন্য নতুন টলশেড উদ্বোধন

অবশেষে সবজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো। পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথকাঠি বন্দরের সবজি ব্যবসায়ীদের জন্য নির্মিত নতুন টলশেড ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টায় ফিতা কেটে এই নবনির্মিত টলশেড ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহিদুল ইসলাম।

জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোঃ কাজী আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন, নেছারাবাদ পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার এবং নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী খোকন সাহা।

অনুষ্ঠানে জগন্নাথকাঠি বন্দরের ব্যবসায়ী কমিটির সদস্য, বিভিন্ন ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে তিনটি নতুন টলশেডে মোট ৩৬ জন ব্যবসায়ীর মধ্যে লটারির মাধ্যমে দোকানের পজিশন বরাদ্দ দেওয়া হয়। নতুন এই টলশেড পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা বলছেন, এই শেড নির্মাণের ফলে রোদ-বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ব্যবসার জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow