শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ের সাথে সবুজের মাঝে শহীদ স্মরণ

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 23, 2025 - 20:17
 0  3
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ের সাথে সবুজের মাঝে শহীদ স্মরণ

মাগুরায় শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য মেলবন্ধন ঘটলো। জেলার ফুলবাড়ী হাজী মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা, উন্মুক্ত আলোচনা এবং শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবু হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সহ-সভাপতি আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা একটি পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শ্রদ্ধার প্রতীক হিসেবে এবং একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow