রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি ডিবি'র জালে

রাজধানীতে একটি বড় মাদকের চালান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি ফ্রিজার ভ্যানে করে অভিনব কৌশলে কক্সবাজার থেকে আনা ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ। বুধবার (২৩ জুলাই) দুপুরে যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জহির আহম্মেদ (৩৭), মো. হাবিব (১৯) ও মো. নাজিম উদ্দিন (৩২)।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কতিপয় মাদক কারবারি ঢাকায় প্রবেশ করেছে এবং বিক্রির জন্য যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং তাদের কাছ থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ফ্রিজার ভ্যানও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান ঢাকায় এনে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। ফ্রিজার ভ্যানে মাছ বা অন্যান্য পচনশীল পণ্য পরিবহনের আড়ালে তারা মূলত ইয়াবা পাচার করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?






