ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ ৪ আওয়ামী নেতা গ্রেপ্তার

মোঃ সোহেল ইসলাম, রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ
Jul 23, 2025 - 23:21
 0  1
ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ ৪ আওয়ামী নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে পুলিশের অভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতাসহ চারজন আওয়ামীপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে রুহিয়া ইউনিয়নের ঢোলারহাট বাজারের একটি কীটনাশক ও সারের দোকান থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. নাজমুল কাদের।

পুলিশ জানায়, অখিল চন্দ্র রায় বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের একটি দল ঢোলারহাট বাজারে অভিযান চালায়। অভিযানকালে দোকানে অবস্থানরত অবস্থায় তাকে আটক করা হয় এবং পরে তাকে রুহিয়া থানা হয়ে সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি সারোয়ারে আলম খান বলেন, "অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও অন্যান্য একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।"

পুলিশ সূত্রে জানা যায়, অখিল চন্দ্র রায়ের সঙ্গে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের স্থানীয় কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় ও মামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow