নির্বাচনী লক্ষ্য ও তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়ে খেলাফত মজলিসের বাড্ডা থানা কমিটি ঘোষণা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বাড্ডা থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ এশা উত্তর বাড্ডার একটি মাদরাসা মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই কমিটি গঠন করা হয়।
বাড্ডা থানার অন্তর্গত পাঁচটি ওয়ার্ডের সমন্বয়ে মাওলানা মনিরুল ইসলামকে সভাপতি এবং মাওলানা কেফায়েত উল্লাহ'কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, "খেলাফত মজলিস সবসময় নীতির রাজনীতি করে এবং আমাদের সংগঠনের মূলশক্তি হলো ইস্পাত কঠিন শৃঙ্খলা। আমীরে মজলিস যে আস্থা রেখে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তা সফল করা আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব। আসন্ন নির্বাচনে ঢাকা-১১ আসনে আমাদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে এবং সংগঠনের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক বলেন, "আজকের এই কমিটি গঠন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মাঠপর্যায়ে সংগঠনের শক্ত ভিত্তি গড়ার সূচনা। আমরা চাই, প্রতিটি পাড়া-মহল্লা খেলাফত মজলিসের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমের ঘাঁটিতে পরিণত হোক। এজন্য নিয়মিত বৈঠক, সদস্য সংগ্রহ এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার কোনো বিকল্প নেই।"
নবগঠিত কমিটির সভাপতি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম জালালী, সহ-সভাপতি মুফতি ওবায়দুল্লাহ গাজীপুরি, মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ বশির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন, যা নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করে।
What's Your Reaction?






