নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
May 1, 2025 - 14:27
 0  4
নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চার বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলো নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি আবুল হোসেন (৩০)।

বৃহস্পতিবার (১ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানচি থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) হৃদয় পাল ও চন্দ্র কুমার পুর্মির নেতৃত্বে অভিযান চালিয়ে বান্দরবানের থানচি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল হোসেন নোয়াখালী জেলার বাসিন্দা মো. বাহার ওরফে দেলোয়ার হোসেনের ছেলে এবং নতুনপাড়া এলাকার মো. জালাল আহমদের দ্বিতীয় জামাতা।

পুলিশ জানায়, ২০২২ সালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সড়কে এক পাহাড়ি কিশোরীকে বলপ্রয়োগে নির্যাতনের অভিযোগে থানচি থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় (মামলা নং ০১(১২)২২, জিআর-৩৯০/২২) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, “আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow