জমি দখলে ব্যর্থ হয়ে শিশুদের রাস্তায় দাঁড় করালেন প্রধান শিক্ষক

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 16, 2025 - 14:06
 0  12
জমি দখলে ব্যর্থ হয়ে শিশুদের রাস্তায় দাঁড় করালেন প্রধান শিক্ষক

বান্দরবানের লামা উপজেলার মধ্যম হায়দারনাশী গ্রামে প্রতিবেশীর জমি-বসতঘর দখল করতে না পেরে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মানববন্ধন করালেন হায়দারনাশী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম। ভূমি বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক ফরিদুল আলম গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে লামা থানায়।

অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক ফরিদুল আলম ব্যক্তিস্বার্থে কোমলমতি শিশুদের দিয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করেন। যা শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৮ নভেম্বরের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টা করছেন ফরিদুল আলম গং। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মমতাজ আহমদের পরিবারের সদস্যদের।

এ বিষয়ে ফরিদুল আলম থানায় দায়ের করা মামলায় দাবি করেন, নজরুল ইসলাম গং অস্ত্র হাতে নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে এবং ২ রাউন্ড ফাঁকা গুলি করেছে।

অন্যদিকে, নজরুল ইসলাম পাল্টা মামলায় অভিযোগ করেন, ফরিদুল আলম পরিকল্পিতভাবে হাতি তাড়ানোর ফটকার শব্দকে গুলির অপপ্রচার চালিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এবং জমি দখলের অপচেষ্টা করছেন।

এলাকাবাসীর দাবি, শিশুদের ব্যবহার করে মানববন্ধন করানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে পরিস্থিতি ঘোলাটে করছেন ফরিদুল আলম।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, "এটি মূলত জমি সংক্রান্ত বিরোধ। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা গুলির ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।"

এদিকে, উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, শিশুদের মানববন্ধনে ব্যবহার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow