মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরের সমাপনী ভাতা, সেলাই মেশিন বিতরণ ও সনদ প্রদান

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 16, 2025 - 14:02
 0  1
মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরের সমাপনী ভাতা, সেলাই মেশিন বিতরণ ও সনদ প্রদান

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের সমাপনী, ভাতা ও সেলাই মেশিন বিতরণ এবং সনদ প্রদান অনুষ্ঠান।

মঙ্গলবার (১৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঃ কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. আহসানুল কবীর, ডেপুটি কো-অর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, মাগুরা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক মোঃ আরব আলী। সভাপতিত্ব করেন মোঃ ইলিয়াসুর রহমান, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশান্ত কুমার দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সদর, মাগুরা।

এসময় বক্তারা প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারের যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow