গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
Sep 28, 2025 - 12:18
 0  15
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূ (২৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল বেপারী (২৬) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফয়সাল উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকার বাইপাস সড়কের চৌরাস্তা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একইসাথে নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ওই গৃহবধূ উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যান। ওইদিন দিবাগত রাত আনুমানিক একটার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক তার মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে গৃহবধূর চিৎকারে তার স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর রাতে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় পূর্ব সুজনকাঠী গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), একই গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow