আগৈলঝাড়ায় কালের সাক্ষী ৫০০ বছরের পুরোনো ২২ হাত লম্বা কবর

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Nov 18, 2025 - 22:41
 0  6
আগৈলঝাড়ায় কালের সাক্ষী ৫০০ বছরের পুরোনো ২২ হাত লম্বা কবর

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামে অবস্থিত ‘মরহুম জমশের খান’-এর ঐতিহাসিক কবরটি স্থানীয়দের কাছে আজও রহস্য ও বিস্ময়ের এক অমূল্য নিদর্শন। প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো বলে ধারণা করা এই কবরটি লোকমুখে পরিচিত “২২ হাত কবর” নামে। এটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন কৌতূহলী মানুষ।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, জমশের খান ছিলেন অস্বাভাবিক লম্বা দেহের অধিকারী। তাঁর উচ্চতা ছিল প্রায় ১৮ হাত, আর মৃত্যুর পর তাঁকে সমাহিত করা হয় সমান দৈর্ঘ্যের কবরেই। যদিও কবরটি প্রচলিতভাবে ২২ হাত হিসেবে পরিচিত, তবে আসল দৈর্ঘ্য ১৮ হাতই বলে জানা যায়।

ঐতিহাসিক কোনো লিখিত তথ্য না থাকলেও স্থানীয় প্রবীণদের মতে, জমশের খান প্রায় ৫০০ বছর আগে তাঁর মা ও স্ত্রীকে নিয়ে যবসেন গ্রামে বসতি গড়েন। তিনি তখন আগৈলঝাড়ার গৈলা গ্রামের তৎকালীন জমিদার মোহন মুন্সির প্যাদা (লাঠিয়াল) হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত দক্ষতা ও শক্তিমত্তার কারণে মানুষ তাঁকে ‘জমশের পাইক’ নামে ডাকত। মৃত্যুর পর তাঁর বংশধররা আজও ‘পাইক’ পদবি ব্যবহার করেন।

এতো লম্বা মানুষের কবর বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশেও খুঁজে পাওয়া দুষ্কর। সেই কারণে কবরটি স্থানীয়দের চোখে একটি ঐতিহাসিক সম্পদ হলেও যথাযথভাবে সংরক্ষণ বা প্রচার না থাকায় এটি এখনো অবহেলায় পড়ে আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow