প্রধান শিক্ষককে ফাঁসানোর অভিযোগ: গাংনীতে এক ছাত্রীর চাঞ্চল্যকর 'বিয়ের নাটক'
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দশম শ্রেণির এক ছাত্রী নিজেই বিভিন্ন ব্যক্তিগত ভিডিও এবং স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ওই শিক্ষককে 'ফাঁসিয়েছেন' বলে অভিযোগ উঠেছে। এরপর মেয়েটি নিজেই লাইভে এসে প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি জানিয়েছে।
ভাইরাল ভিডিও ও লাইভ নাটক তার করা সম্পূর্ণ নাটক বলে জানাযায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ ছাত্রী নিজেই তাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও এবং স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনা জানাজানি হলে উপজেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরপর মেয়েটি প্রকাশ্যে লাইভে এসে ঐ প্রধান শিক্ষককে বিয়ের করার কথা জানায়। ছাত্রীর হাসিমাখা চেহারা দেখে অনেকে মনে করছেন, একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই সে এই কাজটি করেছে। প্রথমে ছাত্রীটি পেটে বাচ্চা আছে জানিয়ে বিয়ের দাবী করে, পরে এতে রাজী না হলে, ৪০ লাখ টাকা দাবী করতে থাকে, কিন্তু মেয়েটির এসবে রাজী না হয়ে তাকে ব্লক মারতেই ছড়িয়ে দেয় সেসব ভিডিও।
দীর্ঘ চার বছরের সম্পর্ক: দোষ কার? ছাত্রীটি দাবি করেছে, তাদের সম্পর্কটি দীর্ঘ চার বছরের। সে যখন সপ্তম শ্রেণিতে পড়ত, তখন থেকেই প্রধান শিক্ষকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই দীর্ঘ সম্পর্কের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন—এমন একটি সম্পর্কে কেবল পুরুষই এককভাবে দোষী হতে পারে না। উভয় পক্ষেরই এই বিষয়ে সমান দায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, যদি দুজনের মধ্যেই বিয়ের আগ্রহ থাকত, তবে এমন একটি ব্যক্তিগত তথ্য প্রচারের মাধ্যমে পরিস্থিতিকে নাটকীয় করে তোলার কোনো প্রয়োজন ছিল না। এই ঘটনাটি অন্যান্য সকল নারীর সম্মানহানির কারণ হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
প্রশ্ন উঠেছে নারীর 'প্রতারণার ফাঁদ' নিয়ে, সম্প্রতি নারী কর্তৃক প্রতারণার ফাঁদ পাতার অভিযোগগুলো সমাজের উচ্চ মহল পর্যন্ত পৌঁছেছে। এই ঘটনা সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে জেলা প্রশাসক (ডিসি)—কেউই যেন এই ধরনের ফাঁদ থেকে রক্ষা পাচ্ছে না। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন সম্পর্কটিকে সরল পথে না নিয়ে এসে এমন নাটকীয় ও মানহানিকর উপায়ে জনসমক্ষে আনা হলো?
গুঞ্জন উঠেছে ঐ মেয়ের এর আগেও অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়েছিলো যা সম্পূর্ণ গোপন রাখা হয়।
ঘটনাটি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়।
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ