অম্বিকা ময়দানে শুরু হলো দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 18, 2025 - 18:23
 0  3
অম্বিকা ময়দানে শুরু হলো দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

ফরিদপুরে শুরু হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বিসিক জেলা কার্যালয় ফরিদপুর এবং ফরিদপুর জেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় আজ মঙ্গলবার থেকে শহরের অম্বিকা ময়দানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক ফরিদপুর জেলা শাখার উপমহাব্যবস্থাপক আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন। স্বাগত বক্তব্য দেন বিপণন বিভাগ, বিসিক ঢাকা–এর ব্যবস্থাপক নাসরিন সুলতানা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিসিক সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্প সম্প্রসারণসহ বাজার ব্যবস্থাকে শক্তিশালী করতে বিসিক নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। তাঁদের প্রত্যাশা—এই মেলার মাধ্যমে নতুন ও দক্ষ উদ্যোক্তা তৈরি হবে, যারা অনলাইন–অফলাইনে ব্যবসা বিস্তারে ভূমিকা রেখে নিজেদের স্বাবলম্বী করবে।

আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবছর মেলায় ৫৫টি স্টল অংশ নিয়েছে, যেখানে উদ্যোক্তারা নানা ধরনের পণ্য ও সেবা নিয়ে উপস্থিত হয়েছেন।

মেলার প্রথম দিনে সাংস্কৃতিক সংগঠন নিঃশব্দ ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে উৎসবের আমেজ যোগ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow