বোয়ালমারীতে একেকে’র উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
ফরিদপুরের বোয়ালমারীতে বেকার তরুণ ও স্বল্প আয়ের তরুণ উদ্যোক্তাদের ‘রেইজ’ প্রকল্পে সম্পৃক্ত করার লক্ষ্যে একেকে (AKE) এর উদ্যোগে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার শিশু পার্ক প্রাঙ্গণে একেকে’র নির্বাহী পরিচালক এম. এ. জলিলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী রণজিৎ কুমার শীল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের লাইফ স্কিলস অফিসার মো. মোস্তফা কামাল, ফ্রেশ ম্যানেজমেন্ট অফিসার মো. মামুনুর রশিদ এবং একাউন্টস অফিসার মো. মারিফুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম. সি.পি’র মো. ইমামুল ইসলাম (ইমন)।
সভায় বক্তারা বলেন, রেইজ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বেকার ও স্বল্প আয়ের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। এসময় রেইজ প্রকল্পের সমন্বয়কারী রণজিৎ কুমার শীল বলেন, “আমরা বেকার তরুণ ও স্বল্প আয়ের উদ্যোক্তাদের এই প্রকল্পে সম্পৃক্ত করার মাধ্যমে একটি স্বনির্ভর সমাজ গঠনে কাজ করছি।”
সভায় একেকে’র বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ