চন্দ্রপাড়া দরবারে আর্থিক সহায়তা প্রদান ও ওরছ শরীফের তারিখ ঘোষণা
ফরিদপুরের সদরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে দুঃস্থ ও অস্বচ্ছল জাকেরদের স্বাবলম্বী করার মহৎ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা বিতরণ করা হয়। একই সাথে দরবারের বার্ষিক ওরছ শরীফের তারিখও ঘোষণা করা হয়েছে।
দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান জাকেরদের হাতে এই অনুদান তুলে দেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অস্বচ্ছলদের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ সহায়তার পাশাপাশি গরু ও ছাগলের মতো উৎপাদনমুখী উপকরণও প্রদান করা হয়েছে, যা তাদের টেকসই জীবনযাপনে সহায়তা করবে।
এই অনুষ্ঠানে দরবার শরীফের প্রতিষ্ঠাতা, জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) নকশোবন্দী মোজাদ্দেদীর বেছালত উপলক্ষে আয়োজিত আগামী বার্ষিক ওরছ শরীফের তারিখ ঘোষণা করা হয়। পবিত্র ওরছ শরীফ ২০২৬ সালের ৭ জানুয়ারী, বুধবার অনুষ্ঠিত হবে।
ওরছ পাকের প্রস্তুতি উপলক্ষে মঙ্গলবার আসরের পর থেকে বুধবার ফজর পর্যন্ত দরবার শরীফে ‘জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী’ শীর্ষক এক বিশেষ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুরিদ, আশেক, জাকের ও ভক্তবৃন্দ দরবার শরীফে সমবেত হন। জলসায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতভিত্তিক ওয়াজ নসিহত করা হয়।
হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আগতদের জন্য বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয়।
বুধবার ফজরের নামাজের পর পবিত্র রওজা মোবারক জিয়ারত এবং বিশ্ববাসীর জন্য সুখ, শান্তি ও আল্লাহর নৈকট্য লাভের প্রার্থনার মধ্য দিয়ে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে এই ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ