ফরিদপুরে বালক অনূর্ধ্ব–১৫ ফুটবলে মহিম ইনস্টিটিউশনের শিরোপা
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত হলো বালক অনূর্ধ্ব–১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই পর্ব। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেল তিনটায় ফরিদপুর মহিম ইনস্টিটিউশন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার আল–আমীন খন্দকারের সভাপতিত্বে আয়োজনটির প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল জব্বার। এছাড়া উপস্থিত ছিলেন মহিম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, চরটেপাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছয়টি দল অংশ নেয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় টেপাখোলা উচ্চ বিদ্যালয় ও মহিম ইনস্টিটিউশন ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩–২ গোলে টেপাখোলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে মহিম ইনস্টিটিউশন।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। প্রতিযোগিতা থেকে বাছাই করা কয়েকজন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় এখন বিভাগীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবলে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ