ভাঙ্গায় সড়ক অবরোধে উত্তেজনা, বিএনপি ও পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক
ফরিদপুরের ভাঙ্গায় সড়কে গাছ ফেলে ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে লকডাউন কর্মসূচি পালন করে।
সকালে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল বের করে এবং একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে।
একইভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকাতেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এতে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সকাল ৯টার দিকে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেন। এ সময় মুনসুরাবাদ এলাকা থেকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পথিক তালুকদারসহ আওয়ামী লীগের তিন কর্মীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক করে। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীদের আর মাঠে দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ