কাপ্তাইয়ে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 13, 2025 - 16:11
 0  4
কাপ্তাইয়ে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাইয়ে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএসপিআই সিভিল উড ডিপার্টমেন্টের হলরুমে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি কাপ্তাই (জেনিক) শাখার সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখরউদ্দীন রাজী এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী আব্দুল আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন, বিএসপিআই’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপদেষ্টা (জেনিক) প্রকৌশলী রহমাতুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন বিএসপিআই’র শিক্ষার্থী মো. বেলাল হোসেন।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশই হবে ভবিষ্যতের চালিকাশক্তি।

অনুষ্ঠানে আইডিইবি’র সদস্য, গণমাধ্যমকর্মী ও বিএসপিআই’র অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিএসপিআই এলাকা প্রদক্ষিণ করে সিভিল উড বিভাগে এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow