তথ্য জানার অধিকার নিশ্চিত হলে প্রতিষ্ঠিত হবে বাকস্বাধীনতা ও সুশাসন

জনগণ সকল ক্ষমতার উৎস উল্লেখ করে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান বলেছেন, “তথ্য হলো একটি শক্তিশালী মাধ্যম। জনগণ তথ্য জানার অধিকার নিশ্চিত করতে পারলে তাদের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকারও সুপ্রতিষ্ঠিত হবে।”
মঙ্গলবার (২০ মে) বেলা ১২টায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ 'কিন্নরী'-তে অনুষ্ঠিত অংশীজনের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন-২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
সভায় ‘তথ্য অধিকার আইন’ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।
সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, হেডম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থা বৃদ্ধিতে তথ্য অধিকার আইন এবং সুশাসনের কৌশলগুলোর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?






