সৎ ও যোগ্যদের নেতৃত্বে চায় বিএনপি, দুষ্কৃতিকারীদের স্থান হবে না

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 16, 2025 - 14:17
 0  4
সৎ ও যোগ্যদের নেতৃত্বে চায় বিএনপি, দুষ্কৃতিকারীদের স্থান হবে না

"দলে সৎ, যোগ্য ও সজ্জন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষক, আইনজীবী, চাকরিজীবীসহ সমাজে যাদের সুনাম রয়েছে, তাদেরকেই সদস্যপদ দিয়ে দলকে আরও শক্তিশালী করতে হবে,"— রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে এভাবেই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সমাবেশের আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন আরও বলেন, "বিএনপি একটি বিশাল ও জনপ্রিয় রাজনৈতিক দল। এই সুযোগে কোনো ফাঁক-ফোকর দিয়ে যেন দুষ্কৃতিকারীরা দলে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি কিংবা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে স্থান দেওয়া হলে, যারা তাদের আনবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী বাবর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও বাবু দেব জ্যোতি চাকমা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংসি মারমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow