২০ বছর পর ক্রীড়ামঞ্চে ফিরল বিএনপি যুবসমাজ

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jul 10, 2025 - 23:45
 0  2
২০ বছর পর ক্রীড়ামঞ্চে ফিরল বিএনপি যুবসমাজ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম পাড়া ইয়াং স্টার।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪টায় কাপ্তাইয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পশ্চিম পাড়া ইয়াং স্টার ১-০ গোলে হারায় নতুন বাজার ব্যবসায়ী সমিতিকে। ফাইনাল খেলাটির আয়োজন করে ‘ক্রিয়েটিভ বয়েজ’।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ (মামুন), সহ-সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর ও মাহবুব রহমান, কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা সভাপতি মো. লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, "আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গন ধ্বংস করেছে। শহীদ জিয়ার আদর্শে আমরা তা পুনর্গঠনে কাজ করব। আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আগামী দিনে কাপ্তাইয়ে বিকেএসপি মানের মাঠ গড়ে তোলা হবে এবং এখান থেকেই খেলোয়াড় বাছাই করা হবে।"

তিনি আরও বলেন, "নারী ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় বিএনপির পক্ষ থেকে সহায়তা করা হয়েছে, যা তারেক রহমানের ক্রীড়া উন্নয়ন ভাবনার অংশ। দীর্ঘ ২০ বছর পর কাপ্তাইয়ে শহীদ জিয়ার নামে আবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।"

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন চৌধুরী এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ওসমান গনি তনু ও নুর মোহাম্মদ বাবু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow