আলফাডাঙ্গায় শিক্ষার ভরাডুবি: এসএসসিতে পাশ মাত্র ৫১%

নতুন প্রজন্মের ভবিষ্যৎ কি অন্ধকারে হারিয়ে যাচ্ছে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর। ফলাফলে দেখা যায়, উপজেলায় পাসের হার মাত্র ৫১.৩৪ শতাংশ—যা সাম্প্রতিককালের মধ্যে অন্যতম করুণ চিত্র।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশিত হলে হতাশা নেমে আসে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর মোট ১ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নিলেও কৃতকার্য হয়েছে মাত্র ৫৯৩ জন। ফেল করেছে ৫৬২ জন। আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৫ জন।
সেরা বিদ্যালয় ও হতাশাজনক ফল:
আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফল এবারও উজ্জ্বল। সাধারণ বিভাগে ৯৯ জনের মধ্যে পাস করেছে ৮৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। কারিগরি বিভাগে পাস করেছে ৭৪ জন।
অন্যদিকে, উপজেলার সবচেয়ে হতাশাজনক ফল করেছে জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এখানে ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০ জন পাস করেছে, বাকিরা সবাই ফেল।
মাদ্রাসা বোর্ডের চিত্র:
উপজেলায় ৭টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৮৪ জন, ফেল করেছে ৬৩ জন। পাশের হার ৬৩ শতাংশ হলেও কেউ জিপিএ-৫ পায়নি।
কেন এই বিপর্যয়?
সচেতন মহলের অভিমত— স্মার্টফোনে আসক্তি, ক্লাস ফাঁকি, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিতি, অভিভাবকদের অবহেলা এবং শিক্ষকদের দায়সারা পাঠদান—এই বিপর্যয়ের মূল কারণ।
প্রশাসনের বক্তব্য:
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “এ বছর ফলাফল চরম বিপর্যয়ের পর্যায়ে। তবে ভবিষ্যতে ফলাফল উন্নয়নে মনিটরিং জোরদার করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, “আমি নতুন দায়িত্ব পেয়েছি। সামনে অভিভাবক ও শিক্ষক সমাবেশের মাধ্যমে সচেতনতা তৈরি করা হবে।”
What's Your Reaction?






