ভূমিহীনদের চাষাবাদে বাধা ও চাঁদা দাবির অভিযোগে উত্তপ্ত হাতিয়া

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Jul 10, 2025 - 20:47
 0  6
ভূমিহীনদের চাষাবাদে বাধা ও চাঁদা দাবির অভিযোগে উত্তপ্ত হাতিয়া

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভূমিহীনদের চাষাবাদে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও ভূমিহীনরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে তমরদ্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে নিরাপত্তা ও চাষাবাদ চালু রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরআতাউর এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিহীনরা বর্ষা মৌসুমে প্রশাসনের অনুমতি নিয়ে চাষাবাদ করে আসছেন। তবে সম্প্রতি তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক নেতা নিজাম চৌধুরী, শামীম উদ্দিন ও আলমগীর কবিরের নেতৃত্বে একটি চক্র চরে চাষাবাদ বন্ধ করে দিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। এতে বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বক্তারা আরও বলেন, চর দখলের ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই চক্রটি নিজেদের পক্ষের শ্রমিক নিয়ে চরে গিয়ে মানববন্ধন করে। এতে প্রকৃত ভূমিহীনদের অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে হাতিয়া থানায় মামলা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে, ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন তমরদ্দি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. রুবেল, ভূমিহীন নেতা মো. খোকন, আক্তার হোসেন, মো. রহিম প্রমুখ। তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অভিযোগ প্রসঙ্গে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা নিজাম চৌধুরী ও মেজবাহ উদ্দিন শামীম জানান, চর দখলের সঙ্গে তারা সম্পৃক্ত নন। একটি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করাচ্ছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “চরআতাউরে যাদের কোনো বৈধ কাগজ বা বন্দোবস্ত নেই, তারা জায়গা দখলের চেষ্টা করছে। ভূমিহীনদের মধ্যে যারা আসছেন, তাদেরও বৈধতা নেই। আমরা মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি—অবৈধ দখলকারীরা সমস্যায় পড়বেন।”

প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর নজরদারি ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন ইউএনও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow