আশুলিয়ায় লাব্বাইক স্বেচ্ছাসেবক সংগঠনের নিজ অর্থায়নে রাস্তা সংস্কার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকা
Jul 11, 2025 - 21:53
 0  4
আশুলিয়ায় লাব্বাইক স্বেচ্ছাসেবক সংগঠনের নিজ অর্থায়নে রাস্তা সংস্কার

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মোল্লা বাজার থেকে মানিকগঞ্জ পাড়া মসজিদে কুবা হয়ে সাদাদিয়া গার্মেন্টস পর্যন্ত সড়ক সংস্কারে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কাজটি পরিচালনা করছেন সংগঠনের সদস্যরা।

বছরের পর বছর এ সড়কটি খানাখন্দ আর গর্তে ভরে ছিল, যা গর্ভবতী নারী, শিক্ষার্থী, রোগী এবং গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এবং বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের যানবাহন বিকল্প হিসেবে এ সড়ক ব্যবহার করে। ভাঙাচোরা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই প্রায় ৫০ সদস্যবিশিষ্ট অরাজনৈতিক ও অলাভজনক লাব্বাইক সংগঠন এ সড়ক সংস্কারে এগিয়ে আসে। এর আগে সংগঠনটি ডেঙ্গু নিধন, রক্তদান, ইফতার বিতরণ, আর্থিক সহায়তা, লাশ পরিবহন, গরীব মেয়ের বিয়ে দেওয়া সহ নানা সমাজসেবামূলক কাজ করেছে।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, “ভালো কাজের মানসিকতা থাকলে সরকারি সহায়তা ছাড়াও নিজেরা একত্রিত হয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”

তারা আরও জানান, সরকারি সহায়তা পেলে তারা এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারবে। সেই সঙ্গে সকলকে অনুরোধ করেন, সমাজের বিত্তবানরা যেন এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসেন।

রাস্তা সংস্কারকাজে উপস্থিত ছিলেন: সভাপতি: রাকিব হোসেন, সহ-সভাপতি: ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক: রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: রঞ্জনজ, প্রচার সম্পাদক: জাহিদ হাসান, সহ-প্রচার সম্পাদক: নাসিম, ক্যাশিয়ার: মিনহাজ, সাংস্কৃতিক সম্পাদক: শামিম হোসাইন, দপ্তর সম্পাদক: নুরুল ইসলাম (প্রদীপ), সদস্যবৃন্দ: মোঃ ওয়াসিম মোল্লা, মোঃ জসিম মোল্লা, মোঃ সাব্বির মোল্লা, মোঃ মাসুদ রানা, তুষারসহ অনেকে।

সংগঠনের পক্ষ থেকে আহ্বান: “আমরা চাই, সমাজের সকল শ্রেণির মানুষ স্বেচ্ছায় আমাদের পাশে দাঁড়ান। একসাথে আমরা গড়ে তুলতে পারি একটি উন্নত ও মানবিক সমাজ।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow