আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় পৃথক এক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার বাগানবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ তাজুল ইসলাম ওরফে বাবু (৩৭) এবং মোঃ সোহাগ কাজী (৩০)। তাজুল ইসলামের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন থানার দেউলা এলাকায় এবং তিনি আশুলিয়ার বাগানবাড়ী এলাকায় বুড়ির বাজারের সবুজের বাড়ীর ভাড়াটিয়া। অন্যদিকে, সোহাগ কাজীর গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানার ষাটকাহন এলাকায় এবং তিনি বাগানবাড়ীর বুড়ির বাজার এলাকার ইমরান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মোঃ আঃ সালামের নেতৃত্বে দলটি আশুলিয়ার বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাজুল ও সোহাগকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?






