আক্কেলপুর ট্রেন ট্র্যাজেডির ১৯ বছরেও নেই স্মৃতিস্তম্ভ, নির্মাণ দাবিতে মানববন্ধন

ভয়াল বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের স্মরণে জয়পুরহাটের আক্কেলপুরে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় আক্কেলপুর পৌর এলাকার পশ্চিম আমুট্র অরক্ষিত রেলগেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘আক্কেলপুরবাসী’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নিহতদের পরিবার-পরিজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, শিক্ষার্থী পরিবারের সভাপতি ইব্রাহিম হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরিন হোসেন এবং শহীদ পরিবারের সদস্য হামিদ খান জনি।
বক্তারা বলেন, “১৯ বছর পার হলেও আজও এই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে কোনো স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ইতিহাসের সাক্ষ্য সংরক্ষণ করুন।”
উল্লেখ্য, ২০০৬ সালের ১১ জুলাই সকাল ৯টার দিকে আমুট্র অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে রূপসা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ২৭ জন যাত্রী প্রাণ হারান এবং পরে আরও ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশজুড়ে আলোড়ন তোলা এই ঘটনার দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও আজও নির্মিত হয়নি কোনো স্থায়ী স্মৃতিচিহ্ন।
মানববন্ধন শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?






