আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার আনারকলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামির নাম মোছাঃ লিপি বেগম (৩৮)। তিনি মৃত হাবিবুর রহমান ওরফে হবির হাওলাদারের কন্যা এবং মোঃ আজিজের স্ত্রী। তার বাড়ি পশ্চিম আউকপাড়া (আনারকলি), থানাঃ আশুলিয়া, জেলাঃ ঢাকা।
জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (এডহক কমিটি-২০২৫)-এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এবং সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম ও তার দল।
গ্রেফতারের সময় লিপি বেগমের কাছ থেকে মোট ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
What's Your Reaction?






