মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হলো কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শহীদ আহাদ-সুমন স্টেডিয়ামে কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।
‘ড. আলী আফজাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য—এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজের সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গঠন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উপজেলার দুই শক্তিশালী দল—পলাশবাড়ীয়া ফুটবল একাদশ ও নাগড়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও, রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নাগড়া ফুটবল একাদশ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মোঃ অছিউজ্জামান বুলবুল, সরকারি আর এসকে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক একে এম নাসিরুল ইসলাম, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলসহ আরও অনেকে।
খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও যুবসমাজকে সঠিক পথে পরিচালনার এমন উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত স্বাগত জানিয়েছে।
What's Your Reaction?






