ফরিদপুরে শ্রম সচিবের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান ফরিদপুরে শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১১:৩০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।
সভায় উপস্থিত ছিলেন: আঞ্চলিক শ্রম অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, ফরিদপুর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন মল্লিক, এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রম সচিব বলেন, “শ্রম আইন ২০০৬ অনুযায়ী বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পোশাক শিল্পে সরকারের সাফল্যকে নস্যাৎ করতে দেশীয় ও আন্তর্জাতিক মহলে কিছু ষড়যন্ত্র রয়েছে, যা শ্রমিক নেতৃবৃন্দকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।”
তিনি শ্রমিকদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে সচিব গোয়ালচামট সড়কে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন।
What's Your Reaction?






