মেয়েকে নিয়ে যাওয়ার পথিমধ্যে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Sep 3, 2025 - 11:06
 0  2
মেয়েকে নিয়ে যাওয়ার পথিমধ্যে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে ইভটিজিংয়ের অভিযোগে সুজন মাতুব্বর (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক সুজন মাতুব্বর ওই গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি এক সন্তানের জনক।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী আটঘর ইউনিয়নের এক বাসিন্দা। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছেন। চার বছর ধরে তিনি সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে একাই বসবাস করছেন।

গত ২৭ আগস্ট সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে সুজন মাতুব্বর ওই নারীর উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করতে থাকেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীর ওড়না ধরে টান দেন। নারী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে সুজন সেখান থেকে পালিয়ে যান।

পরে ভুক্তভোগী নারী সালথা থানায় গিয়ে সুজন মাতুব্বরের বিরুদ্ধে মামলা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে সুজনকে তার বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো অপরাধে পুলিশ শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, সুজন মাতুব্বর এর আগেও নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে এলাকায় সমালোচিত ছিলেন। তবে ভয়ে বা সামাজিক কারণে কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলেননি। এ ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow