নওগাঁয় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ তিন দিন পর ফেরত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 6, 2025 - 21:08
 0  2
নওগাঁয় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ তিন দিন পর ফেরত

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে গত বুধবার (২ জুলাই) দিবাগত রাতে সীমান্তের ২২৮ নম্বর পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম। তিনি নওগাঁর সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা এবং মৃত সৈয়দ আলীর ছেলে।

মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু উদ্বেগজনক হারে বেড়েছে। এ বিষয়ে সরকারের কূটনৈতিকভাবে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow