তাজিয়া মিছিলে ডিএমপির নিরাপত্তায় সুশৃঙ্খল আয়োজন

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 6, 2025 - 21:04
 0  2
তাজিয়া মিছিলে ডিএমপির নিরাপত্তায় সুশৃঙ্খল আয়োজন

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। খালি পায়ে, বুক চাপড়ে, ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে হাজারো শিয়া অনুসারী মিছিলে অংশ নেন।

মিছিলটি বকশিবাজার লেন, লালবাগ, শহীদ মাজার সড়ক, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, বিজিবি ৪ নম্বর গেট হয়ে সাত মসজিদ রোড ঘুরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষে ডিএমপি থেকে আগেই নির্দেশনা জারি করা হয়, যাতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।

প্রসঙ্গত, ১০ মহররম মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। বিশেষ করে শিয়া সম্প্রদায় এ দিনটি ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের স্মরণে নানা আনুষ্ঠানিকতায় পালন করে থাকে। হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়া সহ ঢাকার বিভিন্ন স্থানে দিনটি উপলক্ষে নানা শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow