ককটেলসহ রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে পল্টন মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মেহেদী হাসান ফাহিম (৩০) এবং বাকেরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান রাজা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে পল্টন মডেল থানার একটি দল গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের ধরার লক্ষ্যে পরিচালিত এই অভিযানের সময় বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতিকালে ওই দুজনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






