সচিব শিরিন সুলতানার দুর্নীতি ফাঁস করায় সাংবাদিক আনিছ লিমনকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ
Sep 1, 2025 - 16:35
 0  7
সচিব শিরিন সুলতানার দুর্নীতি ফাঁস করায় সাংবাদিক আনিছ লিমনকে হত্যার হুমকি

"তুই কেন আমার ভাবি, সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানার নামে নিউজ করেছিস? নিউজটা এখনই ডিলিট কর, না হলে তোকে ধরে নিয়ে হাত-পা ভেঙে মেরে ফেলবো,"— ঠিক এভাবেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দৈনিক আমার বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছ মাহমুদ লিমনকে।

সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই এই সাংবাদিক ও তার পরিবার এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছেন, যা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আবারও বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

ভুক্তভোগী সাংবাদিক আনিছ মাহমুদ লিমনের অভিযোগ, প্রতিবেদনটি প্রকাশের পরপরই কল্লোল আলী বাবু নামে এক ব্যক্তি তাকে ফোন করেন। নিজেকে সচিব শিরিন সুলতানার আত্মীয় পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রথমে দেখা করার কথা বলেন। সাংবাদিক লিমন এর কারণ জানতে চাওয়ামাত্রই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

ফোনের অপর প্রান্ত থেকে কল্লোল আলী বাবু নামের ওই ব্যক্তি সরাসরি হুমকি দিয়ে বলেন, "যেখানে থাকবি, সেখান থেকে তোকে উঠিয়ে আনবো।" হুমকি কেবল এতেই সীমাবদ্ধ থাকেনি। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা জাহির করে তিনি আরও বলেন, তার এক ফোনেই সাংবাদিক লিমনকে বাসা থেকে তুলে আনা সম্ভব।

শুধু প্রাণনাশের হুমকি নয়, একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক আনিছ মাহমুদ লিমনের ছবি ব্যবহার করে নানা অসত্য ও মানহানিকর তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন পাশবিক হুমকিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক লিমন। তিনি জানিয়েছেন, হুমকিদাতা কল্লোল আলী বাবুর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষমতাশালীদের দুর্নীতির চিত্র তুলে ধরার কারণে একজন সাংবাদিককে এভাবে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow