নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র্যালি

"নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা মাঠ ও মসজিদ চত্বর প্রদক্ষিণ করে। পরে সেখানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তারসহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতি মাসের প্রথম সপ্তাহে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






