ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মহিলাসহ আহত ৫

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 6, 2025 - 21:12
 0  30
ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মহিলাসহ আহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে অস্ত্রের মুখে দেড় বছরের শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল কুয়েতপ্রবাসী বাবুল মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটে নেয়। এ ঘটনায় গৃহকর্তা, তার স্ত্রী, মেয়ে ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত প্রায় পৌনে ৪টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তারা ঘুমন্ত নারী-পুরুষদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় কিছু বুঝে ওঠার আগেই দেড় বছরের শিশু আনিশার গলায় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের উপর তাণ্ডব চালায় ডাকাতেরা।

ডাকাত দল প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করায় গৃহকর্তা বাবুল মাতুব্বর, তার স্ত্রী রোজিনা বেগম, মেয়ে শ্রাবন্তী ও শিশু আনিশা আহত হন। বৃদ্ধা রোজিনা বেগমকে বেধড়ক মারধর করায় তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

প্রতিবেশী আনোয়ার মাতুব্বর জানান, “ভোররাতে ‘ডাকাত ডাকাত’ চিৎকার শুনে ছুটে এসে আমরা ঘটনাটি জানতে পারি। দ্রুত আশপাশের মানুষজনও জড়ো হয়।”

এ ঘটনায় রোববার (৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী পরিবার ভাঙ্গা থানায় অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং ডাকাতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow