বুড়িমারী স্থলবন্দরে আওয়ামী আধিপত্যের বিরুদ্ধে এবি পার্টির বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

বুড়িমারী স্থলবন্দরে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের আধিপত্য বন্ধসহ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে “আমার বাংলাদেশ (এবি) পার্টি”।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান আশয়ারী রছি।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আহ্বায়ক মতিয়ার রহমান মাস্টার, উপজেলা আহ্বায়ক আবু হাসান মো. জোবায়ের তোহা, পৌর আহ্বায়ক মাসুদ ইবনে আলম, পৌর সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আল আমিন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল দীর্ঘদিন ধরে বুড়িমারী ও সোনাহাট স্থলবন্দরে লেবার হ্যান্ডেলিং কার্যক্রমে একক প্রভাব বিস্তার করছেন। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আবতাহী ট্রেড ইন্টারন্যাশনাল’ এবং অংশীদারিত্বে থাকা ‘ড্রপ কমিউনিকেশন লিমিটেড’-এর মাধ্যমে নানা অনিয়ম ও সিন্ডিকেটের মাধ্যমে বন্দরে আধিপত্য বজায় রেখেছেন।
তারা আরও বলেন, বাবুল একাধিক মামলার পলাতক আসামি হলেও প্রভাবশালী কর্মকর্তাদের সহযোগিতায় বন্দর ব্যবসা পরিচালনা করে চলেছেন। তার বিরুদ্ধে শ্রমিকদের বঞ্চনা, মিথ্যা মামলা, এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তোলা হয়।
পরে দুপুরে এবি পার্টির বুড়িমারী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, “আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের অধিকার হরণ ও দেশের অর্থনৈতিক খাতকে দুর্বল করা হচ্ছে। রুহুল আমিন বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
What's Your Reaction?






