আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের মৃত্যু — রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 8, 2025 - 22:07
 0  19
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের মৃত্যু — রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নওগাঁর আত্রাই উপজেলার সন্ন্যাসবাড়ী গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর ইন্তেকাল করেছেন। সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ২টায় সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পূর্বে গার্ড অব অনার প্রদান করে প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন, আনিসুর রহমান, খোদা বক্স, সিরাজুল ইসলাম, ইয়াছিন আলী মোল্লা, আক্কাছ আলী, আঃ সামাদ, আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীরসহ মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওবায়দুর ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সামাজিক কাজে জড়িত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow