মহালছড়ির সিঙ্গিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দোকানঘর ও ইউনিয়ন পরিষদের অংশ

সাবাই মারমা, মহালছড়ি প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Jul 5, 2025 - 12:06
 0  3
মহালছড়ির সিঙ্গিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দোকানঘর ও ইউনিয়ন পরিষদের অংশ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়ার গ্রামীণ বাজারে শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ২টার দিকে আগুনে পুড়ে যায় ২টি দোকানঘর এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মুবাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি অংশ।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদুটির মালিক ভবদত্ত চাকমা ও মংলা মারমা জানান, তাদের দোকানঘরসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় পুরো এলাকা অন্ধকার ছিল। তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, বাজারে স্থায়ী অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বলে মন্তব্য করেছেন অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow