মাগুরার শ্রীপুরে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো পুলিশের এক অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মোল্লা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হেলাল মোল্লা উপজেলার নাকোল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার পুত্র। শুক্রবার (৪ জুলাই) বিকেলে নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মুকুল হোসেনের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে হেলালের নিজ বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির ভেতরে একটি চালের ড্রামের ভিতর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী বলেন, “আটককৃত হেলাল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই হেলাল মোল্লা এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবারের অভিযানে হেলালের গ্রেফতার এবং গাঁজা উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
What's Your Reaction?






