বোয়ালমারীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামে অভিযান চালিয়ে মোশাররফ হোসেন (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গ্রেফতার মোশাররফ হোসেন চন্দনী গ্রামের আবু সাহিদের ছেলে। এ ঘটনায় এসআই শিমুল বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-১) দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশের একটি দল মোশাররফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার শোয়ার ঘর তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, "মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে মোশাররফকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার (১ জুলাই) তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।"
স্থানীয়রা জানায়, মোশাররফ দীর্ঘদিন ধরেই এলাকায় গোপনে মাদক কারবার চালিয়ে আসছিল। পুলিশের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
What's Your Reaction?






