যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বেলায়েত হোসেন (৪৬) ও রেশমা বেগম (৩৭)।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুর ১টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ীর উত্তর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত বেলায়েত ও রেশমা মুন্সীগঞ্জ থানায় ২০১০ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি ছিলেন।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






