পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের অভিযানে ৫,৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 12, 2025 - 13:26
 0  3
পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের অভিযানে ৫,৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

বান্দরবানের আলীকদম উপজেলায় পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের এক অভিযানে ৫,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে কুরুকপাতা ইউনিয়নের দড়িমুখ পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৩১ বীর আলীকদম জোনের অধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল দড়িমুখ পাড়ায় বিদ্যামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশির এক পর্যায়ে তিন ব্যক্তির কাছ থেকে ৫,৫৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬৩ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন ৫৫৫ গ্রাম।

আটককৃতরা হলেন – আব্দুস শুকুর (৪২), যিনি নয়াপাড়া ইউনিয়নের মুক্তার সদ্দার পাড়ার বাসিন্দা; সাকনাও ম্রো (৪০), কুরুকপাতা ইউনিয়নের দড়িমুখ পাড়ার অধিবাসী এবং জসিম উদ্দিন (৩৬), যিনি নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়ার একজন মোটরসাইকেল চালক।

আটকের পর বিষয়টি আলীকদম থানা পুলিশকে জানানো হলে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিনহাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত ইয়াবা ও আসামিদের নিজেদের হেফাজতে নেয়।

পরদিন শনিবার (১২ জুলাই) ভোরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে আলীকদম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) উপন বড়ুয়া মামলাটির তদন্ত করছেন।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের তৎপরতা মাদকবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow