নওগাঁর রাণীনগরে মসজিদে ঝুলন্ত অবস্থায় হিফজ বিভাগের ছাত্রের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগর উপজেলায় একটি কওমি মাদ্রাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে হিফজ বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ডাকাহার মুন্সিপুর গ্রামে অবস্থিত মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তামিম রাজশাহী জেলার চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে আবাসিকভাবে কোরআন হেফজ শিক্ষা গ্রহণ করছিল।
মাদ্রাসার শিক্ষক রিফাত হোসেন জানান, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল তামিম। আজ জুমার নামাজেও অংশ নেয়নি সে। দুপুরের খাবারের পর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মসজিদের ভেতরে এক কোণায় ছাদের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়।
সহপাঠীদের ভাষ্য, তামিম মাদ্রাসায় সবাইকে ভালোবাসত, সবার সঙ্গে হাসিখুশিভাবে থাকত। কীভাবে এমন ঘটনা ঘটল—তা কেউই বুঝে উঠতে পারছে না। মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলাম বলেন, “তামিম খুব শান্ত ও ভদ্র ছিল। কোনো ধরনের পারিবারিক বা মানসিক চাপের কথাও জানা নেই। বিষয়টি রহস্যজনক।”
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






