সাভারে হুজুরের ছদ্মবেশে ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ১

সাভারে হুজুরের বেশ ধরে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন এক শীর্ষ মাদক কারবারি। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন ওই ছদ্মবেশী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টায় সাভার মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম মো. জালাল আহমেদ (৬৩)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১.৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় এসএ পরিবহনের সামনে অভিযান চালায়। অভিযানে ইয়াবাসহ জালালকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, “পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, শরীরে আতরের গন্ধ—একদম হুজুরের বেশে চলাফেরা করতেন তিনি। স্থানীয়দের কাছে একজন ধার্মিক লোক বলেই পরিচিত ছিলেন। কিন্তু এই বেশের আড়ালেই তিনি চালাতেন ইয়াবার পাইকারি ব্যবসা।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করে আসছিলেন। সাভারসহ আশেপাশের এলাকার একাধিক মাদক কারবারির কাছে তিনি ইয়াবা বিক্রি করতেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, তার দেওয়া তথ্য অনুযায়ী আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চলছে।
What's Your Reaction?






