ফরিদপুরের ভাঙ্গায় ৪ কেজি গাঁজাসহ যুবলীগ নেতার ভাতিজা আটক

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে থেকে ৪ কেজি গাঁজার একটি বড় চালানসহ সোহাগ (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বগাইল টোল প্লাজায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। আটক সোহাগ স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা আমির হোসেনের ভাতিজা বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো: হাশেমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এক্সপ্রেসওয়েতে অভিযান পরিচালনা করে। এসময় সোহাগকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আটক সোহাগের চাচা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন যুবলীগের নেতা আমির হোসেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক প্রভাব ও অর্থ খাটিয়ে এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। কয়েক মাস আগে পরিচালিত অন্য একটি অভিযানে আমির হোসেন পালিয়ে গেলেও, সেই অভিযানে আটককৃত অন্য আসামিরা তদন্তে তার নাম প্রকাশ করেছিল।
আটক সোহাগ নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামের রেকো মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক ব্যবসার নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
What's Your Reaction?






